করোনা আবহেও ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন রানি মুখোপধ্যায় ও আদিত্য চোপড়া। আদিরার ৫ বছরের বার্থ ডে সেলিব্রেশনে হাজির বলিউডের তারকা সন্তানরা।
1/7দেখতে দেখতে পাঁচ পূর্ণ করল রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়া কন্যা আদিরা চোপড়া। লাইমলাইট থেকে মেয়েকে একদম দূরে রাখেন বলিউডের এই তারকা দম্পতি। অন্তর্জালের দুনিয়াতেও আদিরা ছবি খুঁজে পাওয়া খুব শক্ত। হাতে গুনে দু-তিনটি ছবিই রয়েছে ইন্টারনেটে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7১০১৫ সালের ৯ ডিসেম্বর জন্মেছিলেন আদিরা। বুধবার রাতে আদিরার গ্র্যান্ড বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন রানি। পার্টির থিম ছিল বা্র্বি। অন্তত বাইরের সজ্জা তেমনটাই জানান দিল। এদিনের পার্টিতে শামিল হয়েছিল বলিউডের স্টার কিডরা।
3/7আদিরার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিল করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি। এদিন লাল পোশাকে সেজেছিল দুজনেই। গাড়ির ভিতর পাপারাতজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছে আদিরার খুব কাছের এই দুই বন্ধু।
4/7এদিন খোশমেজাজে পাওয়া গেল করণ কন্যা রুহিকে। মুখে লাল মাস্ক, মাথায় হেয়ার ব্যান্ড আর লাল ফ্রকে ভারি মিষ্টি লাগছে তাঁকে।