শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে মধ্যপ্রদেশকে রঞ্জি ট্রফির খেতাব জিততে সাহায্য করেন এই পাঁচজন ক্রিকেটার।
1/5মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে সব থেকে বড় ভূমিকা পালন করেন রজত পতিদার। দলের হয়ে সব থেকে বেশি ৬৫৮ রান সংগ্রহ করেন তিনি। সেঞ্চুরি করেছেন ২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। টুর্নামেন্টের এমন একটিও ম্যাচ নেই, যাতে তিন ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকাননি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। ৯টি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৫৪, ৫৩, ৮৬, ১৪২, ৮৫, ৭, ৭৯, ১২২ ও অপরাজিত ৩০ রান।
2/5পতিদারের মতোই মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন যশ দুবে। ৬ ম্যাচে তিনি ৬১৪ রান সংগ্রহ করেন। মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। সার্বিকভাবে টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে থাকেন যশ।
3/5শুভম শর্মা ব্যাট হাতে আগাগোড়া ধারাবাহিক ছিলেন। ৬ ম্যাচের ৯টি ইনিংসে ৬০৮ রান সংগ্রহ করেন তিনি। তিনি ৪টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন। ফাইনালের প্রথম ইনিংসে ১১৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন শুভম।
4/5কুমার কার্তিকেয়াকে ছাড়া মধ্যপ্রদেশের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া মুশকিল ছিল। দলের হয়ে সব থেকে বেশি ৩২টি উইকেট সংগ্রহ করেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকেন এই বাঁ-হাতি স্পিনার। তিনি তিনবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
5/5হিমাংশু মন্ত্রী ৪ ম্যাচের ৭টি ইনিংসে ৩৭৫ রান সংগ্রহ করেন। ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে হিমাংশুর জন্য জয় তুলে নেওয়া সম্ভব হয় মধ্যপ্রদেশের। নাহলে শেষ চারের হার্ডলেই আটকে যেতে পারত তারা।