অতীতেও তাঁর পথে হেঁটেছেন একাধিক নামজাদা অভিনেতা। দৃষ্টান্ত স্থাপন করেছেন লাস্য আর সাহসিকতার মিশেলে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
1/8কাশ্মীরী গালিচায় শুয়ে তিনি। সপ্রতিভ চোখ ক্যামেরার দিকে। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে সুকৌশলে চোখ ক্যামেরার দিকে। 'ন্যুড' অর্থাৎ অনাবৃত রণবীর সিং ঝড় তুলে দিয়েছেন বলিউড তথা অনুরাগীমহলে। অতীতেও তাঁর পথে হেঁটেছেন একাধিক নামজাদা অভিনেতা। দৃষ্টান্ত স্থাপন করেছেন লাস্য আর সাহসিকতার মিশেলে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
2/8করিনা কাপুর খান: ছক ভাঙতে ভালোবাসেন কাপুর-কন্যে। আজ থেকে ১৩ বছর আগে আরও একবার সেই কথাই মনে করিয়ে দিয়েছিলেন পটৌডি পরিবারের বেগম। 'টপলেস' হয়ে আবির্ভূত হয়েছিলেন 'কুরবান' ছবির একটি দৃশ্যে। সইফ আলি খানের সঙ্গে সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত।
3/8পাওলি দাম: একটি সিদ্ধান্ত। একটি পদক্ষেপ। রাতারাতি চর্চার কেন্দ্রে চলে এসেছিলেন পাওলি দাম। বিতর্কও নেহাত কম হয়নি বাঙালি নায়িকাকে নিয়ে। একটি ছবিতে অনাবৃত অবস্থায় ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি। এখনও চর্চার রসদ জোগায় সেই দৃশ্য।
4/8মল্লিকা শেরওয়াত: ২০১২ সালে হলিউডে পা রাখেন ভারতীয় অভিনেত্রী। ছবির নাম 'হিস'। সেখানে একাধিক 'ন্যুড' দৃশ্যে দেখা গিয়েছে মল্লিকাকে।
5/8রণবীর কাপুর: নায়করাও এই বিষয়ে পিছিয়ে নেই। হাতেখড়িতেই 'সাহসী' দৃশ্যে বাজিমাত করেছিলেন রণবীর। 'সাওয়ারিয়া'র 'জব সে তেরে ন্যায়না'র সেই দৃশ্য এখনও মনে আছে নিশ্চয়ই!
6/8আমির খান: অনুরাগীদের চমকে দিতে ভালোবাসেন আমির। ব্যতিক্রম ঘটেনি 'পিকে'র ক্ষেত্রেও। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে নগ্ন হয়ে ক্যামেরায় ধরা দিয়েছিলেন 'মি. পারফেকশনিস্ট'। একটি রেডিয়োর সাহায্যে সুকৌশলে ঢেকেছিলেন গোপনাঙ্গ।
7/8জন আব্রাহাম: সাল ২০০৯। কবীর খান পরিচালিত 'নিউ ইয়র্ক' ছবির একটি দৃশ্যে অনাবৃত অবস্থায় দেখা গিয়েছিল জনকে। অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছিলেন তিনি।
8/8বিজয় দেবেরাকোন্ডা: দিন কয়েক আগেই সকলকে চমকে দিয়েছিলেন দক্ষিণী তারকা। 'লাইগার'-এর পোস্টারে দেখা গিয়েছিল নগ্ন বিজয়কে। গোলাপে পৌরুষ আড়াল করে চর্চায় উঠে এসেছিলেন বলিউডের উঠতি নায়ক।