C/2022 E3 (ZTF): গবেষকদের হিসাব অনুযায়ী ধূমকেতুটি ... more
C/2022 E3 (ZTF): গবেষকদের হিসাব অনুযায়ী ধূমকেতুটি প্রায় ৫০ হাজার বছর আগে শেষবারের মতো পৃথিবীর নিকটস্থ এসেছিল। তখন পৃথিবীতে আপার প্যালিওলিথিক যুগ চলছে। সেই সময়ে যখন 'নিয়ান্ডারথাল'- বা প্রাথমিক পর্যায়ের আদি মানুষরা এই গ্রহে বিচরণ করতেন।
1/5এই স্থানে শেষবার তাকে প্রায় ৫০ হাজার বছর আগে দেখা গিয়েছিল। আর এই এতগুলো বছর পর ফের সূর্যের পাশে প্রদক্ষিণ করতে চলেছে এক বিরল ধূমকেতু। শনিবার পৃথিবীর নিকটতম অবস্থান দিয়ে যাবে ধূমকেতুটি। মহাকাশের অশেষ শূন্যতায় এক উজ্জ্বল আলোর রেখা নিয়ে ছুটে যাবে। ফাইল ছবি: IIA, রয়টার্স (IIA, Reuters)
2/5২০২২ সালের মার্চে C/2022 E3 (ZTF) নামের এই ধূমকেতুটির খোঁজ পাওয়া গিয়েছিল। সেই সময়ে এটি বৃহস্পতির কক্ষপথের ভিতরে ছিল। Zwicky ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরায় ধূমকেতুটির ছবি তোলা হয়েছিল। প্রাথমিকভাবে যদিও একে একটি গ্রহাণু বলে অনুমান করা হয়েছিল। তবে, সূর্যের কাছাকাছি আসতেই সে ক্রমেই উষ্ণ হতে শুরু করে। আর তার সঙ্গে সঙ্গে এর লেজ দিয়ে বরফের উপাদান কমতে শুরু করে। ফাইল ছবি: আইআইএ (IIA, Reuters)
3/5ধূমকেতুর বেশিরভাগ অংশেই গাঢ় জৈব উপাদানে আবৃত বরফ থাকে। সেই কারণে 'ডার্টি স্নোবল' হিসাবেও উল্লেখ করেন বিজ্ঞানীরা। প্রতীকী ছবি: টুইটার (IIA, Reuters)
4/5গবেষকদের হিসাব অনুযায়ী ধূমকেতুটি প্রায় ৫০ হাজার বছর আগে শেষবারের মতো পৃথিবীর নিকটস্থ এসেছিল। তখন পৃথিবীতে আপার প্যালিওলিথিক যুগ চলছে। সেই সময়ে যখন 'নিয়ান্ডারথাল'- বা প্রাথমিক পর্যায়ের আদি মানুষরা এই গ্রহে বিচরণ করতেন। অর্থাত্, আমাদের সকলের সেই প্রাচীন পূর্বপুরুষদের সময়ে শেষবার এই ধূমকেতু পৃথিবীর কাছাকাছি এসেছিল। ফাইল ছবি: রয়টার্স (IIA, Reuters)
5/5লাদাখের হ্যানলে 'হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে'র মাধ্যমে ধূমকেতু C/2022 E3 (ZTF)-এর ছবি তুলেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই টেলিস্কোপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (IIA), বেঙ্গালুরু দ্বারা পরিচালিত। ফাইল ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক (IIA, Reuters)