Rare meteorite weighs 7 kg found in Antarctica one the five new space rocks: মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড় বিশাল ভারী পাথর। ওজন দেখেই অবাক বিজ্ঞানীরা। ঠিক কী কারণে এত বড় পাথর আছড়ে পড়ল?
1/6উল্কা মারফত পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে মহাশূন্যের ছোটবড় নানা আকারের পাথর। মহাকাশবিজ্ঞান নিয়ে চর্চার কারণে বিজ্ঞানীরা এমন পাথর সংগ্রহ করেন নিয়মিত। সম্প্রতি আছড়ে পড়া এমন একটি পাথরের আকারই বিস্মিত করেছে বিজ্ঞানীদের। (HT)
2/6বিজ্ঞানীদের কথায়, সাধারণত এমন মহাজাগতিক পাথরের ভান্ডার হল আন্টার্কটিকা। গত শতাব্দীতে সেই মহাদেশ থেকে ৪৫০০০ অন্য জগতের পাথর পাওয়া গিয়েছিল। সেখানের শুষ্ক আবহাওয়ায় এমন পাথর ভালোভাবে সংরক্ষিত থাকে। তবে এগুলি খুঁজে পাওয়ার সমস্যাও রয়েছে। (HT)
3/6সাদা বরফের মধ্যে ঠিক কোথায় পড়েছে এমন পাথর তা খুঁজে বার করা বেশ চাপ। এর জন্য সম্প্রতি একটি নতুন প্রযুক্তি খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। (HT)
4/6এইবারই প্রথম সেই উন্নত ম্যাপিং প্রযুক্তি কাজে লাগিয়ে পাথরের খোঁজ শুরু করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। তখনই খোঁজ মেলে উল্কাপাতের ফলে পৃথিবীতে আছড়ে পড়া ৫ বড় পাথরের। দেখা যায়, তার মধ্যে একটির আকার অনেকটাই বড়। (HT)
5/6৭.৬ কেজি ওজনের মহাজাগতিক পাথর বিরল বললেও ভুল বলা হয় না। গত শতাব্দীতে ৪৫০০০ এর মধ্যে মাত্র ১০০ এমন পাথর পাওয়া গিয়েছিল। এই শতাব্দীতে এমন পাথর দেখে স্বভাবতই বিস্মিত বিজ্ঞানীরা। (HT)
6/6সম্প্রতি রয়্যাল বেলজিয়ান ইনস্টিউট অব ন্যাচারাল সায়েন্সে নিয়ে আসা হয়েছে পাথরটিকে। সেখানেই আগামী পরীক্ষানিরীক্ষা চালানো হবে। মহাজগতে পৃথিবীর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাহায্য করবে এই পাথর। (HT)