Rare Idol found: হুগলির স্কুলে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার ‘দুষ্প্রাপ্য’ মূর্তি, অনুমান গুপ্তযুগের..পৌঁছলেন ASI অফিসাররা
Updated: 22 Jan 2025, 06:00 PM IST Sritama Mitra 22 Jan 2025 Rare Idol found in Hooghly, Rare Vishnu Idol Found in Hooghly s Haranath School, Haranath Niroda Sundori Ghosh Uchcha vidyanalaya, Gupta Period Vishnu Idol, হুগলির হরনাথ নীরোদা সুন্দরী ঘোষ স্কুলে বিরল মূর্তির সন্ধান, হুগলির স্কুলে সাইকেল স্ট্যান্ডের মাটি কাতেই বিরল মূর্তি, হুগলি, বিরল মূর্তি উদ্ধারহুগলির ব্যান্ডেলের হরনাথ নীরোদা সুন্দরী ঘোষ স্কুলে... more
হুগলির ব্যান্ডেলের হরনাথ নীরোদা সুন্দরী ঘোষ স্কুলের সাইক্যাল স্ট্যান্ড নির্মাণের জন্য খোঁড়া হয় মাটি। সেই মাটির স্তূপ থেকেই এই মূর্তি উদ্ধার হয়েছে বলে খবর। অনুমান কয়েক হাজার বছরের পুরনো হতে পারে এই মূর্তি।
পরবর্তী ফটো গ্যালারি