Rare Idol found: হুগলির স্কুলে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার ‘দুষ্প্রাপ্য’ মূর্তি, অনুমান গুপ্তযুগের..পৌঁছলেন ASI অফিসাররা
Updated: 22 Jan 2025, 06:00 PM ISTহুগলির ব্যান্ডেলের হরনাথ নীরোদা সুন্দরী ঘোষ স্কুলে... more
হুগলির ব্যান্ডেলের হরনাথ নীরোদা সুন্দরী ঘোষ স্কুলের সাইক্যাল স্ট্যান্ড নির্মাণের জন্য খোঁড়া হয় মাটি। সেই মাটির স্তূপ থেকেই এই মূর্তি উদ্ধার হয়েছে বলে খবর। অনুমান কয়েক হাজার বছরের পুরনো হতে পারে এই মূর্তি।
পরবর্তী ফটো গ্যালারি