প্রত্যেকের সামনেই নানা রকম বাধা আসে। সে সব বাধা সময়ের সঙ্গে সঙ্গে কেটেও যায়। কিন্তু ৫ রাশির জাতকের ক্ষেত্রে এই বাধা কাটতে পারে ১১ মে’র পর থেকেই।
1/7বৈদিক জ্যোতিষচর্চায় ১২টি রাশি রয়েছে। এই রাশিগুলির মধ্যে ৫টি রাশির জাতকদের সময় বদলাতে চলেছে। তাঁদের মধ্যে যাঁরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে।
2/7এর মধ্যে বারবার নানা রকমের চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই ৫ রাশির জাতকরা। কিন্তু সেই কঠিন পরীক্ষা এবার শেষ। ১১ মে থেকে ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। দেখে নেওয়া যাক, কাদের ক্ষেত্রে হতে পারে এটি।
3/7এরিস বা মেষ: মন শান্ত হবে। নিজের আবেগগুলি নিয়ন্ত্রণে আসবে। ব্যবসা বা চাকরির জন্য বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। সেগুলি ভালো কাজে লাগবে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেগুলিও উন্নতির কাজেই লাগবে। সম্মান বাড়বে। বন্ধুসঙ্গ বাড়বে। তবে ধৈর্য কমতে পারে।
4/7টরাস বা বৃষ: ধৈর্য রাখুন। কাজের ক্ষেত্রে বদল আসতে পারে। আয় বাড়বে। কিন্তু তার সঙ্গে বাড়বে কাজের চাপও। বাড়ির খরচ কিছুটা বাড়তে পারে। গানবাজনা, শিল্পে আগ্রহ বাড়বে। শরীরের খেয়াল রাখুন। পরিবারেও সমস্যা হতে পারে। সেদিকেও নজর রাখুন।
5/7জেমিনি বা মিথুন: শান্ত থাকুন। জীবন বদলাতে চলেছে। ভালো সময় আসছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হতে পারে। আত্মবিশ্বাসও বাড়বে। তবে ধৈর্য কমতে পারে। স্বাস্থ্য নিয়ে সামান্য সমস্যাও হতে পারে। খরচ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
6/7ক্যানসার বা কর্কট: ক্লান্তি বাড়তে পারে। কিন্তু তার সঙ্গেই বাড়বে আয়ও। হঠাৎ করে কোনও জায়গা থেকে আয় বেড়ে যেতে পারে। বিশেষ করে পরিবারের কারও থেকে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত বয়স্ক কোনও আত্মীয়ার থেকে কিছু উপহার পেতে পারেন। নতুন জামাকাপড় পেতে পারেন। তবে কাজের চাপ বাড়তে পারে।
7/7লিও বা সিংহ: আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক জীবনে সুখ বাড়বে। বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পড়াশোনার দিকে নজর দিন। উন্নতি হতে পারে। কিছু কিছু খারাপ ঘটনা মনখারাপ করে দিতে পারে। বিশেষ করে ব্যক্তিগত সমস্যা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সেগুলি তাড়াতাড়ি কেটে যাবে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে। কিন্তু বাড়তে পারে আয়ও।