1/5অল্প সময়েই খ্য়াতির শিখরে রশ্মিকা মন্দনা। কর্ণাটকের কুর্গে জন্ম তাঁর। সেখান থেকেই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস হিসেবে জেতেন। সেই বিজ্ঞাপন থেকে পরিচালকের নজরে আসেন। সাইকোলজিতে স্নাতক তিনি। স্নাতোকত্তরে বিষয় ছিল সাংবাদিতকতা। ২০১৬ সালে কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’ দিয়ে ডেবিউ করেন। ৪ কোটির ছবি ৫০ কোটির ব্যবসা করেছিল। ব্যস! তারপর ইতিহাস।
2/5'পুষ্পা' তাঁর জনপ্রিয়তার মাপকাঠি আরও বাড়িয়ে দিয়েছে। চলতি বছরে পা দিলেন ২৬ বছরে। তমিল এবং কানাড়া ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা। এবার বলিউডেও। 'মিশন মজনু' -তে সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতে দেখা যাবে তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গে রশ্মিকাকে দেখা যাবে 'গুডবাই'-তে। এছাড়াও রণবীর কপূরের সঙ্গে অভিনয় করবেন 'অ্য়ানিম্যাল' ছবিতে।
3/5মাঝে রশ্মিকার সাথে বিজয় দেবরাকোন্ডার সম্পর্কের খবর সামনে এসেছিল। রশ্মিকা সেই খবরকে ‘টাইম পাস’ বলে অভিহিত করে বলেন, 'বিয়ে করতে এখনও অনেক দেরি। বিয়ের সময় হলেই করব। আর গুজব যাঁরা লিখছেন তাঁদের বলব এসব ছেড়ে দিন।’
4/5দীপিকা, ক্যাটরিনা, করিনার মতো বলিউডের নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন রশ্মিকা জনপ্রিয়তায়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি বেশ পরিচিত মুখ। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রশ্মিকার ছবিই দেখতে পাবেন।
5/5খবর বলছে ইন্ডাস্ট্রিতে মাত্র ৬ বছরে রশ্মিকা হয়ে উঠেছেন ১০০ কোটির মালিক।