রাষ্ট্রপতিভবনের গইডেড ট্যুর থাকছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি রবিবার। তবে জাতীয় ছুটির দিনে এই দিনগুলি গাইডেড ট্যুর বন্ধ থাকতে পারে। এই ট্যুরে দেখা যাবে রাষ্ট্রপতি ভবনের ভিতরের অংশ। লাইব্রেরি সমেত বহু দিক। সকাল ১০ টা থেকা ৪ টে পর্যন্ত থাকবে এই সময়কাল।
1/6শীত মানেই বেড়াতে যাওয়ার আদর্শ সময়! আর ডিসেম্বর পড়তেই পর্যটকদের আনাগোনা বাড়ে ভারতের নানান জায়গায়। যাঁরা ২০২২ ডিসেম্বরে দিল্লি যাওয়ার প্ল্যানে রয়েছেন, এবার তাঁদের জন্য সুখবর! ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন এবার জনসাধারণের জন্য খোলা থাকতে চলেছে রাষ্ট্রপতি ভবন। থাকছে গাইডেড ট্যুরের বন্দোবস্তও। (HT PHOTO) (HT_PRINT)
2/6রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, ‘কোভিডের কারণে রাষ্ট্রপতি ভবনে পর্যটকদের আনাগোনা সীমাবদ্ধ করে তা ২ দিন করা হয়েছিল প্রতি সপ্তাহে। এই পদক্ষেপ (পর্যটকদের রাষ্ট্রপতিভবনে প্রবেশের দিন সংখ্যা বাড়ানো) রাষ্ট্রপতির আবাসস্থলকে সাধারণ মানুষের আরও বেশি কাছাকাছি আনতে করা হয়েছে।’ সেখানে বলা হয়েছে, সাপ্তাহে ছুটি বাদ দিয়ে বাকি দিনেও পর্যটকরা এই ভবনে পা রাখতে পারবেন। (PTI Photo) (HT_PRINT)
3/6গাইডেড ট্যুর- রাষ্ট্রপতিভবনের গইডেড ট্যুর থাকছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি রবিবার। তবে জাতীয় ছুটির দিনে এই দিনগুলি গাইডেড ট্যুর বন্ধ থাকতে পারে। এই ট্যুরে দেখা যাবে রাষ্ট্রপতি ভবনের ভিতরের অংশ। লাইব্রেরি সমেত বহু দিক। সকাল ১০ টা থেকা ৪ টে পর্যন্ত থাকবে এই সময়কাল। (PTI Photo/Atul Yadav) (HT_PRINT)
4/6রেজিস্ট্রেশন ফি- প্রতি পর্যটকের মাথা পিছু এখানে রেজিস্ট্রেশন ফি হল ৫০ টাকা। ৩০ জনের একটি পর্যটক গোষ্ঠী হলে তাঁদের সবমিলিয়ে দিতে হবে ১২০০ টাকা। ৮ বছরের নিচের শিশুদের কোনও রেজিস্ট্রেশন ফি নেই। (PTI Photo/Atul Yadav) (HT_PRINT)
5/6মিউজিয়াম এলাকায় ভ্রমণ- রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম এলাকায় ভ্রমণ করারও বেশ কয়েকটি দিক রয়েছে। এগুলি মঙ্গল থেকে রবিবারের মধ্যে ৬ দিন পর্যটকদের ঘুরিয়ে দেখানোর অপশন দেওয়া হয়েছে। এই এলাকাটিতে রয়এছে বহু আস্তাবল ও শিল্পকীর্তির নিদর্শন। শনিবার রাষ্ট্রপতি ভবনে গেলে ‘চেঞ্জ অফ গার্ড’ দেখতে পাবেন পর্যটকরা। সেটি সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত হয়। (ANI Photo) (HT_PRINT)
6/6এছাড়াও রাষ্ট্রপতিভবনে যাঁরা মুঘল গার্ডেন দেখতে চান, তাঁদের আগে থেকে বুক করতে হবে স্লট। http://rashtrapatisachivalaya.gov.in/rbtour/ এই লিঙ্কে ক্লিক করে তা করতে পারেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রাষ্ট্রপতিভবনকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। (ANI Photo) (HT_PRINT)