বাংলা নিউজ > ছবিঘর > Rashtrapati bhavan Tour: রাষ্ট্রপতিভবনে বেড়ানোর প্ল্যান? ডিসেম্বর থেকে নয়া বিধি, জানুন রেজিস্ট্রেশনের উপায়

Rashtrapati bhavan Tour: রাষ্ট্রপতিভবনে বেড়ানোর প্ল্যান? ডিসেম্বর থেকে নয়া বিধি, জানুন রেজিস্ট্রেশনের উপায়

রাষ্ট্রপতিভবনের গইডেড ট্যুর থাকছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি রবিবার। তবে জাতীয় ছুটির দিনে এই দিনগুলি গাইডেড ট্যুর বন্ধ থাকতে পারে। এই ট্যুরে দেখা যাবে রাষ্ট্রপতি ভবনের ভিতরের অংশ। লাইব্রেরি সমেত বহু দিক। সকাল ১০ টা থেকা ৪ টে পর্যন্ত থাকবে এই সময়কাল।