Ration Cards blocked: এক বছরে পশ্চিমবঙ্গে রেশন গ্রাহকের সংখ্যা কমে গিয়েছে প্রায় ১.৩ কোটি। অনেকেরই রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তার জেরে একধাক্কায় কমে গিয়েছে রেশন গ্রাহকের সংখ্যা। কিন্তু কেন ব্লক করা হয়েছে, আপনার যাতে ব্লক না হয়, সেজন্য কী করতে হবে?
1/5এক বছরে রাজ্যে রেশন গ্রাহকের সংখ্যা কমে গিয়েছে প্রায় ১.৩ কোটি। এমনই খবর মিলেছে খাদ্য দফতরের সূত্রে। ওই সূত্রের দাবি, গত বছরের জুলাইয়ে রাজ্যে মোট রেশন গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৪৫ লাখ। যা শনিবার (১৩ অগস্ট) কমে নয় কোটির ঘরে নেমে এসেছে - ৯.১৫ কোটির মতো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কে রাজ/হিন্দুস্তান টাইমস)
2/5কিন্তু এক বছরে রেশন গ্রাহকের সংখ্যা এত কমে গিয়েছে কেন? খাদ্য দফতর সূত্রে খবর, রেশন কার্ডের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি হওয়ায় গ্রাহকের সংখ্যা কমে গিয়েছে। মৃত রেশন কার্ডধারীদের চিহ্নিত করতে বিশেষ অভিযান চালানো হয়েছে। উপভোক্তার মৃত্যুর পরেও যে সব রেশন কার্ড সক্রিয় ছিল, তা চিহ্নিত করা হয়। তারপর বাতিল করা হয়েছে সেইসব কার্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আবার দীর্ঘদিন ধরে যে রেশনকার্ডগুলি ব্যবহার করা হয়নি এবং আধার কার্ডের নম্বর যাচাই করা হয়নি, সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আধার নম্বর যাচাইয়ের পরে সেই রেশন কার্ড আবারও চালু করার নিয়ম থাকলেও উপভোক্তারা সেই পথে হাঁটছেন না। একাংশের দাবি, অনেকেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর সংযুক্তিকরণ করছেন না। তার ফলে ওই কার্ডগুলি নিষ্ক্রিয় থেকে যাচ্ছে। অথচ বয়স্ক বা বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের জন্য বিশেষ সুবিধা আছে। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
4/5যদিও রেশন ডিলারদের দাবি, বৈধ রেশন কার্ড থাতা সত্ত্বেও বিভিন্ন কারণে অনেকে আধার নম্বর যাচাই করতে পারছেন না। তার ফলে তাঁদের রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। ফলে বৈধ কার্ড থাকলেও কেউ কেউ রেশন পাচ্ছেন না বলে দাবি করেছেন তাঁরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
5/5খাদ্য দফতরের তরফে অবশ্য স্পষ্টভাবে জানানো হয়েছে, রেশন বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসার জন্য কড়া পদক্ষেপ করা হবে। গ্রাহকদের কাছে তো নিষ্ক্রিয় কার্ড সচল করার সুযোগও আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)