বিয়ের মরশুমে চার হাত এক হয়েছে? তাহলে রেশন কার্ড সংক্রান্ত এই জরুরি বিষয়টি আপনার অবশ্যই জেনে রাখা উচিত। নয়ত পরে বিপাকে পড়তে হতে পারে। পরিবারে আসা নয়া সদস্যের নামে রেশন কার্ড আপডেট করিয়ে রাখা উচিত। তবে কীভাবে করবেন সেই কাজ?
1/5বিভিন্ন ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে কাজে দেয় রেশন কার্ড। পাশাপাশি বসবাসের প্রমাণ হিসেবেও গণ্য হয় সেটি। আবাসিক শংসাপত্র, জন্ম শংসাপত্র এবং ভোটার আইডি কার্ড সহ আরও অনেক শংসাপত্রের জন্য আবেদন করতে গুরুত্বপূর্ণ নথি হতে পারে রেশন কার্ড। এই আবহে বিয়ের পর স্ত্রীর রেশন কার্ড আপডেট করানো উচিত বা সন্তানের জন্ম হলে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানো উচিত। (HT_PRINT)
2/5রেশন কার্ডে যদি কোনও শিশুর নাম যোগ করতে হয়, তবে পরিবারের প্রধানের রেশন কার্ড, নবজাতকের জন্ম সংশাপত্র এবং বাবা-মায়ের আধার কার্ড প্রয়োজন। এই প্রয়োজনী নথিগুলি সমেত নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। (HT_PRINT)
3/5এদিকে নববধূর নামে নয়া রেশন কার্ডের জন্য আবেদন করতে প্রয়োজন পড়বে বিবাহ সংশাপত্র এবং স্বামীর রেশন কার্ড। তাঁর আগের বাড়ির রেশন কার্ড থেকে মুছে ফেলতে হবে নববধূর নাম। নাম সরানোর সংশাপত্র জমা দিতে হবে নয়া কার্ডের আবেদনপত্রের সঙ্গে। (HT_PRINT)
4/5এদিকে নয়া রেশন কার্ডের আগে আধার কার্ডে পুত্রবধূর নাম পরিবর্তন করাতে হবে। এছাড়া যদি আপনার পরিবারে কোনও শিশুর জন্ম হয় এবং আপনি তার নাম রেশন কার্ডে যোগ করতে চান, তাহলে আপনাকে প্রথমে তার আধার কার্ড তৈরি করাতে হবে। (HT_PRINT)
5/5অফলাইনে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করতে খাদ্য সরবরাহ দফতরের অফিসে গিয়ে একটি ফর্ম নিতে হবে। এদিকে ডিপো হোল্ডারের কাছেও ফর্ম পাওয়া যায়। তাছাড়া খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়েও রেশন কার্ড আপডেটের আবেদন জানানো যায়। (HT_PRINT)