মন্দিরের সেবায়েতরা যখন এই মেশিন বসানো নিয়ে বিরোধিত... more
মন্দিরের সেবায়েতরা যখন এই মেশিন বসানো নিয়ে বিরোধিতা করছেন, তখনই দেখা গেল, দেবমূর্তির পোশাকে দাঁত বসিয়েছে ইঁদুর। বহু পোশাক ইতিমধ্যেই ইঁদুর কাটতে শুরু করেছে। অন্যদিকে, সেবায়েতদের দাবি, মেশিন বসালে দেবতাদের রাতে ঘুমের সমস্যা হতে পারে মন্দিরে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে চলছে উদ্বেগ।
1/4ইঁদুরের দৌরাত্ম্য ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। আর তা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন সেবায়েতরা। যাতে ইঁদুরের ছুটোছুটি বন্ধ হয় তার জন্য এক ভক্ত দান করেছিলেন ইঁদুর মারার অত্যাধুনিক কল। তবে তাও বসানো যাবে না বলে জানিয়েছেন সেবায়েতরা। তাঁরা বলছেন, এমন মেশিন বসলে দেবতার নিদ্রায় ব্যাঘাত ঘটবে। (ANI Photo)
2/4এদিকে, মন্দিরের সেবায়েতরা যখন এই মেশিন বসানো নিয়ে বিরোধিতা করছেন, তখনই দেখা গেল, দেবমূর্তির পোশাকে দাঁত বসিয়েছে ইঁদুর। বহু পোশাক ইতিমধ্যেই ইঁদুর কাটতে শুরু করেছে। অন্যদিকে, সেবায়েতদের দাবি, মেশিন বসালে দেবতাদের রাতে ঘুমের সমস্যা হতে পারে মন্দিরে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে চলছে উদ্বেগ। (PTI Photo) (PTI01_01_2023_000043A)
3/4এক সেবায়েত বলছেন, ‘যদিও মন্দিরের মূর্তিগুলি অক্ষত রয়েছে আপাতত, তবে দেব মূর্তির পোশাক অনেকাংশে কেটে দিয়েছে ইঁদুর।’ এখানেই শেষ নয়, সোমবার খাসাপদ নীতি চলাকালীন মন্দিরে দেখা গিয়েছে, দেবমূর্তির পোশাক ক্ষতবিক্ষত করে কামড়ে তছনছ করছে ইঁদুর। শুধু তাই নয়, দেবতাকে অর্পণ করা ফুলও কামড়ে টেনে ছিঁড়েছে ওই ইঁদুরের দল। (PTI Photo) (PTI12_24_2022_000157B)
4/4এদিকে, শুধু যে ইঁদুর তা নয়, তারসঙ্গে আরশোলার উপদ্রব রয়েছে। সব মিলিয়ে আপাতত ঠিক করা হচ্ছে যে, ইঁদুর ও আরশোলা রুখতে আপাতত একটি পোক্ত লোহার জালের বন্দোবস্ত করার। এদিকে, দেবতার যে পোশাক ইঁদুরে কেটেছে, সেই পোশাক ফের একবার দেবতাকে পরানো যাবে না। এমনই জানানো হয়েছে মন্দিরের তরফে।