RBI cancels Co-operative Bank's license: একটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। যা আজ থেকেই (বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর) কার্যকর হচ্ছে। সেক্ষেত্রে আপনি কত টাকা ফেরত পাবেন, তা দেখে নিন।
1/4লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওই সমবায় ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত মূলধন নেই। আয়ের সম্ভাবনাও নেই। সেজন্য লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। যে সমবায় ব্যাঙ্ক মূলত মহারাষ্ট্রের সোলাপুরে অবস্থিত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/4আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের দাখিল করা পরিসংখ্যান অনুযায়ী, ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের (DICGC) থেকে ৯৯ শতাংশের বেশি আমানতকারী পুরো অর্থ ফেরত পাওয়ার যোগ্য। গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৩.৬৮ কোটি টাকা দিয়েছে ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/4সেই পরিস্থিতিতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের (RBI) তরফে বলা হয়েছে, 'ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত মূলধন নেই। সুযোগও নেই আয়ের।' সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের কাজকর্ম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যে নির্দেশ আজ (বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হচ্ছে। অর্থাৎ কোনও অর্থ জমা নিতে পারবে না, টাকা দিতে পারবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4আমানতকারীরা কত টাকা ফেরত পাবেন? আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, আপাতত লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের যা আর্থিক অবস্থা, তাতে বর্তমান আমানতকারীদের পুরো অর্থ ফিরিয়ে দিতে পারবে না। পরবর্তীতে ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের থেকে আমানতকারীরা মাথাপিছু পাঁচ লাখ টাকা পাবেন। (ছবিটি প্রতীকী)