RBI Banking Restrictions: পশ্চিমবঙ্গের একটি ব্যাঙ্কও এই নিয়মের আওতায় পড়ছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে নির্দেশগুলি জারি করা হয়েছে। এগুলি ছয় মাসের জন্য বলবৎ থাকবে।
1/6আর্থিক অবস্থার অবনতি। চারটি সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তোলায় উর্ধ্বসীমা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি ব্যাঙ্কও। এই নিয়ে চলতি মাসে বেশ কিছু কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/6কোন চারটি সমবায় ব্যাঙ্কের উপর নয়া নীতি জারি করল RBI? (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters)
3/6সাইবাবা জনতা সহকারী ব্যাঙ্ক, দ্য সিউরি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড(পশ্চিমবঙ্গ), ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড(বিজনর), এবং বাহরাইচের ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফাইল ছবি: এএফপি (Reuters)
4/6সাইবাবা জনতা সহকারী ব্যাঙ্ক থেকে আমানতকারীরা ২০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। অন্যদিকে দ্য সিউরি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না। ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/6ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে, গ্রাহক প্রতি ১০ হাজার টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
6/6ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে নির্দেশগুলি জারি করা হয়েছে। এগুলি ছয় মাসের জন্য বলবৎ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters)