Yes Bank-এর হাল ফেরাতে সক্রিয় RBI- গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ খসড়া প্রস্তাব
Updated: 06 Mar 2020, 06:59 PM ISTবৃহস্পতিবার এক ঝটকায় গ্রাহকস্বার্থ সুরক্ষা করতে ই... more
বৃহস্পতিবার এক ঝটকায় গ্রাহকস্বার্থ সুরক্ষা করতে ইয়েস ব্যাঙ্ককে নিজের কব্জায় নিয়ে নিয়েছিল শীর্ষ ব্যাংক।ইয়েস ব্যাঙ্কের দায়িত্ব নিয়ে আরবিআই জানায় তেসরা এপ্রিল অবধি গ্রাহকরা ৫০ হাজার টাকার ওপর তুলতে পারবেন না। শুক্রবার দেশের পঞ্চম বৃহত্তম ধার দেয়া সংস্থা ইয়েস ব্যাঙ্কের আর্থিক হাল ফেরানোর জন্য মাঠে নামল আরবিআই। Yes Bank Ltd. Reconstruction Scheme-এর খসড়া প্রস্তাব আরবিআই নিজেদের ওয়েবসাইটে দিয়েছে। ডেডলাইনের মধ্যে আরবিআই পরিস্থিতি সামলে নেবে বলে আশা প্রকাশ করেছেন নির্মলা সীতারামন। এসবিআই ইয়েস ব্যাংকে লগ্নি করার ইচ্ছে প্রকাশ করেছে বলে জানিয়েছে আরবিআই। মার্চের নয় তারিখ অবধি এই ড্রাফ্টের বিষয় সাজেশন পাঠানো যাবে। তার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আরবিআই।
পরবর্তী ফটো গ্যালারি