IPL 2024: টানা ৫ ম্যাচে জিতল RCB, অতীতে এমন রেকর্ড গড়লেই ফাইনালে উঠেছেন বিরাটরা
Updated: 13 May 2024, 05:38 PM ISTRoyal Challengers Bengaluru won 5 matches in a row: এই নিয়ে তৃতীয় বার টানা পাঁচ বার জয়ের নজির গড়ল বেঙ্গালুরু। এর আগে ২০০৯ এবং ২০১৬ সালে টানা পাঁচটি ম্যাচ জিতেছিল তারা। এবং এই দুই বারই তারা রানার্স হয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি