নক-আউট ম্যাচ। পা ফস্কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। সেই অবস্থায় সোমবার আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার আগে একনজরে দেখে নিন, কোন কোন বিষয়গুলি অবিলম্বে সমাধান না করলে প্লে-অফে ফায়দা তুলতে পারেন বিরাট কোহলিরা -
1/5এই বিষয়গুলি অবিলম্বে সমাধান করতে হবে KKR-কে, নাহলে প্লে-অফে ফায়দা তুলবে RCB। (ছবি সৌজন্য আইপিএল)
2/5ইনিংস শেষ করার লোকের অভাব : কেকেআরের ব্যাটিং লাইন-আপ আপাতত টপ অর্ডারের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছে। প্রথম চারজনের মধ্যে কেউ না কেউ রান পাচ্ছেন। কিন্তু তারপর থেকেই সমস্যা হচ্ছে। ফিনিশিংয়ের দায়িত্ব থাকা দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যান ফর্মে নেই। একইভাবে প্রথম চার নাইট ব্যাটসম্যানকে আরসিবি তাড়াতাড়ি আউট করে দিতে পারলেও কেকেআর চাপে পড়ে যাবে। (ছবি সৌজন্য আইপিএল)
3/5দীনেশ কার্তিকের অফ-ফর্ম : আইপিএলের দ্বিতীয় ভাগে তেমন ছন্দে নেই কার্তিক। খুচখাচ রান করলেও দাপুটে পারফরম্যান্স করতে পারছেন না। যা এলিমিনেটরের মতো নক-আউট ম্যাচে কেকেআরের চিন্তার কারণ হতে পারে। (ছবি সৌজন্য পিটিআই)
4/5ইয়ন মর্গ্যানের জঘন্যতম ফর্ম : জীবনের জঘন্যতম ফর্মে আছেন। ১৪ ম্যাচে করেছেন মাত্র ১২৪ রান। গড় মাত্র ১২.৪। যা নক-আউট ম্যাচের আগে কেকেআরের অন্যতম বড় দুশ্চিন্তা। (ছবি সৌজন্য আইপিএল)
5/5সুনীল নারিন : আইপিলের দ্বিতীয় ভাগে খুব খারাপ ছন্দে নেই। তবে নারিনের মূল লড়াই হবে নিজের ইতিহাসের সঙ্গে। আইপিএলের ন'টি প্লে-অফ ম্যাচে নারিন নিয়েছেন মাত্র চারটি উইকেট। ব্যাট হাতে গড় ৮.৬। যেখানে সার্বিকভাবে ১৩০ ম্যাচে ১৩৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে গড় ১৫.৯৬। (ছবি সৌজন্য পিটিআই)