এবার আইপিএলের সপ্তম ম্যাচে অভিষেক হল টম ব্যান্টনের। দীর্ঘদিন ধরেই তাঁকে দলে দেখতে চাইছিলেন কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। একনজরে দেখে নিন ইংরেজ ওপেনারের পরিসংখ্যান -
1/6২০১৯ সালে ৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় টম ব্যান্টনের। ওপেনিংয়ে নেমে প্রথম ম্যাচে ১৮ রান করেছিলেন। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন তরুণ ব্যান্টন। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
2/6এখনও পর্যন্ত মোট ন'টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ব্যান্টন। গত অগস্টে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ৭১ রান করেছেন। সবমিলিয়ে ২০৫ রান আছে ব্যান্টনের ঝুলিতে। গড় ২২.৭৭। (ছবি সৌজন্য রয়টার্স)
3/6চলতি বছর একদিনের ক্রিকেটে পা রেখেছেন টম ব্যান্টন। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে ছিল সেই ম্যাচ। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
4/6এখনও পর্যন্ত ছ'টি একদিনের ম্যাচ খেলেছেন ব্যান্টন। করেছেন ১৩৪ রান। সর্বোচ্চ ৫৮ রান। (ছবি সৌজন্য রয়টার্স)
5/6গত বছর আইপিএল নিলামে ব্যান্টনকে এক কোটি টাকায় কিনেছিল কলকাতা। (ছবি সৌজন্য রয়টার্স)
6/6২০১৮ সালে ইংল্যান্ডকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন ব্যান্টন। কিন্তু তা হতাশাজনক ছিল। ২০১৯ সালে ঘরোয়া টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেন। একদিনের টুর্নামেন্টেক সমারসেটের হয়ে ৪৫৪ রান করেন। ভাইলিটি ব্লাস্টে ৫৪৯ রান করেন। কেন্টের বিরুদ্ধে ৫২ বলে অপরাজিত ১০০ করেছিলেন। (ছবি সৌজন্য টুইটার)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.