পাবজি খেলতে দেয়নি মা। সেই 'অপরাধে'ই গত ৭ জুন নিজের মাকে খুন করেছিল লখনউয়ের এই কিশোর। বুধবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
1/6খুব বেশি হলে মৃত্যুদণ্ড? ও ঠিক আছে। ভরা আদালতে দাঁড়িয়ে এমনটাই বলল মাকে খুন করা কিশোর। শাস্তি নিয়ে তার কোনও ভয় নেই, বিচারককে সরাসরি জানিয়ে দিল সে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/6পাবজি খেলতে দেয়নি মা। সেই 'অপরাধে'ই গত ৭ জুন নিজের মাকে খুন করেছিল লখনউয়ের এই কিশোর। বুধবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ফাইল ছবি: এএফপি (PTI)
3/6শুনানি চলাকালীনই ওই কিশোর ম্যাজিস্ট্রেটকে বলে, 'আমিই মাকে খুন করেছি। তারপর সারারাত পার্টি করেছি। এর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তো! আমি ভয় পাই না। সেটাই দিন, আমি তাতেও রাজি।' ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
4/6ভোটের দিন কোচবিহারে ওই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। আপাতত তাকে লখনউয়ের সংশোধনাগারে রাখা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)
5/6বর্তসংশোধনাগার কর্মীরা জানিয়েছেন, মাকে খুন করার ছিঁটেফোঁটা অনুতাপও নেই ওই কিশোরের মধ্যে। উল্টে সংশোধনাগারের অন্য বন্দীদের নিজের কাহিনী শোনাচ্ছে সে। ফাইল ছবি : পিটিআই (PTI)
6/6শুধু তাই নয়, সংশোধনাগারে আসা থেকেই নানা বায়না জুড়েছে সে। জেলের সাধারণ খাবার মুখে তুলছে না। বাইরের ভালো ভালো খাবারের দাবিতে চেঁচামেচি করছে। ফাইল ছবি: পিক্সাবে (PTI)