'মৃ্ত্যুদণ্ড হবে? আমি রাজি!' বিচারককে বলল পাবজির কারণে মা'কে খুন করা কিশোর
Updated: 16 Jun 2022, 08:13 PM ISTপাবজি খেলতে দেয়নি মা। সেই 'অপরাধে'ই গত ৭ জুন নিজের মাকে খুন করেছিল লখনউয়ের এই কিশোর। বুধবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
পাবজি খেলতে দেয়নি মা। সেই 'অপরাধে'ই গত ৭ জুন নিজের মাকে খুন করেছিল লখনউয়ের এই কিশোর। বুধবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।