1/6শর্তসাপেক্ষে খোলা বাজারে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের শরীরে প্রয়োগের ক্ষেত্রে সেই অনুমোদন দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। বৃহস্পতিবার সেই অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/6২০১৯ সালের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড ক্নিনিকাল ট্রায়ালস রুলসের আওতায় সেই অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন যে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল, তা পালটে সাধারণ 'ড্রাগ' করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/6আদতে কত টিকা প্রদান করা হচ্ছে এবং ক্নিনিকাল ট্রায়ালে কত টিকা ব্যবহার করা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য রাখতে হবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কো-উইন প্ল্যাটফর্মে নথিভুক্তকরণ এবং ছ'মাসের ভিত্তিতে সুরক্ষা সংক্রান্ত তথ্য-সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জোগানের মতো শর্ত রাখা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/6পুরো খোলা বাজারে অনুমোদন দেওয়ার অর্থ কী? কোনও টিকা সুরক্ষিত এবং তা অধিকাংশ গ্রহীতাদের ক্ষেত্রে কার্যকরী হয়েছে বলে প্রমাণের জন্য উপযুক্ত তথ্য থাকে, তখন পুরো খোলা বাজারে অনুমোদন দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/6ওষুধ দোকানে কি পাবেন টিকা? সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত দামে বেসরকারি ক্নিনিকে দুটি টিকা পাওয়া যাবে। লোকজন তা কিনতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগে বেসরকারি হাসপাতালে যে দামে বিক্রি হত, তার থেকে কম দামেই ধাপে ধাপে বাজারে টিকা বিক্রি করা হবে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওষুধ দোকানে আপাতত টিকা মিলবে না। হাসপাতাল এবং ক্লিনিকগুলি সেই টিকা কিনতে পারবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
6/6New Delhi: A health worker prepares a dose of COVID-19 vaccine before administering it to a teenager, in New Delhi, Saturday, Jan. 15, 2022. (PTI Photo/Kamal Singh)(PTI01_15_2022_000192A) (PTI)