Rekha Jhunjhunwala Stocks: সপ্তাহের শেষটা শেয়ার বাজারে দুর্দান্ত হল রেখা ঝুনঝুনওয়ালার। শুক্রবারই শেয়ার বাজারে ২৪০ কোটি টাকা লাভ হয়েছে তাঁর। টাটা গ্রুপের তিনটি শেয়ার থেকে সেই লাভ হয়েছে। কোন সংস্থা থেকে লাভ হল, তা দেখে নিন -
1/4
শুক্রবার ফের ট্র্যাকে ফিরেছে শেয়ার বাজারে। তার জেরে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে। যে তালিকায় উপরের দিকে নাম থাকবে রেখা ঝুনধুনওয়ালার। শুধু শেয়ার বাজারে সপ্তাহের শেষ কর্মদিবসেই (শুক্রবার) তাঁর প্রায় ২৪০ কোটি টাকা লাভ হয়েছে। টাটা গ্রুপের তিনটি শেয়ারের কারণে সম্পত্তি বেড়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং এপি)
2/4টাটা মোটরস: ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রেখা ঝুনঝুনওয়ালার হাতে টাটা মোটরসের ৫,২,৫৬,০০০ টি শেয়ার আছে। শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭.৪০ টাকা। শেয়ার বাজারে টাটা মোটরসের গ্রাফ ওঠার ফলে রেখা ঝুনঝুনওয়ালার সম্পত্তি ৩৮.৬৬ কোটি বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/4টাইটান কোম্পানি: ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের পরিসংখ্যান অনুযায়ী, রেখা ঝুনঝুনওয়ালার হাতে টাইটান কোম্পানির ৪,৫৮,৯৫,৫৭০ টি শেয়ার আছে। সেই পরিস্থিতিতে শুক্রবার বাজারে যখন প্রতিটি শেয়ারের দাম ৪১.০৫ টাকা বেড়েছিল, তখন একধাক্কায় রেখা ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ ১৮৮.৫ টাকা বৃদ্ধি পেয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4ইন্ডিয়ান হোটেলস কোম্পানি: ডিসেম্বর ত্রৈমাসিকের শেয়ার প্যাটার্ন অনুযায়ী, রেখা ঝুনঝুনওয়ালার হাতে ইন্ডিয়ান হোটেলস কোম্পানির ৩,০০,১৬,৯৬৫ টি শেয়ার আছে। অর্থাৎ ইন্ডিয়ান হোটেলস কোম্পানির ২.১১ শতাংশ শেয়ার আছে প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার হাতে। শুক্রবার ইন্ডিয়ান হোটেলস কোম্পানির প্রতিটি শেয়ারের দাম ৩.৮৫ টাকা বেড়েছে। টাটা গ্রুপের পরিষেবা সংস্থার শেয়ারের সেই উত্থানের ফলে রেখা ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ ১১.৫৫ কোটি টাকার মতো বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)