বাংলা নিউজ >
ছবিঘর >
Relationship Tips: পুরুষের মধ্যে এই অভ্যাস আর গুণ থাকলে তাঁকে চোখে হারান প্রেমিকা! জেনে নিন গুণগুলি
Relationship Tips: পুরুষের মধ্যে এই অভ্যাস আর গুণ থাকলে তাঁকে চোখে হারান প্রেমিকা! জেনে নিন গুণগুলি
Updated: 08 May 2022, 10:43 PM IST
লেখক Sritama Mitra
শুধু প্রেমিকাকেই নয়, আশপাশের সমস্ত মহিলাকে আলাদা করে সম্মান যে পুরুষ করেন, তাঁর প্রেমে পড়তে বাধ্য হন মহিলারা। এমনকি সমাজের সমস্ত স্তরের মানুষের প্রতি যদি সম্মান থাকে সেই পুরুষটির ,তাহলে তাও নজর এড়ায় না মহিলাদের।
1/6মহিলারা প্রেমের ক্ষেত্রে সমস্ত কথা খুলে বলতে ভালবাসেন না। অপেক্ষা করেন, যাতে তাঁর সঙ্গী তাঁকে নিজে থেকে বুঝে নিতে পারেন। একজন পুরুষের থেকে একজন মহিলা ঠিক কী চান, তা তিনি সহজে পুরুষকে বলে দিতে পছন্দ করেন না। আস্তে আস্তে যাতে তাঁর প্রেমিক তাঁকে চিনে নেন তার জন্য সময় দিতে চান। তবে পুরুষের মধ্যে যদি এই বিশেষ কয়েকটি গুণ থাকে, তাহলে প্রেমিকা তাঁকে চোখে হারান! বলছেন রিলেশনশিপ বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক, কোন কোন বিশেষ গুণের কথা বলা হচ্ছে।
2/6সম্মান করা- শুধু প্রেমিকাকেই নয়, আশপাশের সমস্ত মহিলাকে আলাদা করে সম্মান যে পুরুষ করেন, তাঁর প্রেমে পড়তে বাধ্য হন মহিলারা। এমনকি সমাজের সমস্ত স্তরের মানুষের প্রতি যদি সম্মান থাকে সেই পুরুষটির ,তাহলে তাও নজর এড়ায় না মহিলাদের।
3/6পুরুষের এই গুণে ঘায়েল বহু মহিলা- যদি প্রেমিকাকে সকলের মাঝে আলাদা করে যত্ন নেওয়ার অভ্যাস থআকে পুরুষের মধ্যে, বা স্বাভাবিক ছন্দে প্রেমিকার প্রতি কেয়ার নেওয়াক মনোভাব থাকে, তাহলে তাঁকে ছেড়ে যান না কোনও মহিলা। পুরুষের এই গুণে প্রেমে পাগল হয়ে যান অনেকেই।
4/6সততা- যদি পুরুষের মধ্যে ব্যক্তিত্ব আর সততা থাকে, তাহলে তাঁকে ভালবাসতে বাধ্য একজন মহিলা। সৎ মানুষের সমাদর সর্বত্র। আর মনের মানুষটি যদি সৎ হন, এমন চরিত্রবান পুরুষকে জীবনসঙ্গী হিসাবে পেতে সকলেই চান।
5/6পরিষ্কার পরিচ্ছন্ন- পুরুষ যদি পরিষ্কার ও পরিচ্ছন্ন হন, তাহলে মহিলারা আকৃষ্ট হতে বাধ্য। বহু মহিলাই পুরুষের মধ্যে পরিচ্ছন্ন মনোভাবকে পছন্দ করেন।
6/6কথা শোনা- মহিলা যা বলছেন, তা যদি পুরুষ মন দিয়ে শোনেন, তাহলে সেই পুরুষকে চিরকালই গুরুত্বের তালিকায় রাখেন মহিলারা। পুরুষের এই অভ্যাসে বহু মহিলাই প্রেমে পড়ে যান।ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)