মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ২২.৫% নেট মুনাফা বৃদ্ধির রিপোর্ট করেছে রিলায়েন্স।
1/6শুক্রবার গত অর্থবর্ষের আর্থিক ফলাফলের রিপোর্ট প্রকাশ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০২১-২২ অর্থবর্ষে বিপুল আয় করেছে সংস্থা। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (REUTERS)
2/6রিলায়েন্সই প্রথম ভারতীয় সংস্থা যার বাত্সরিক আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। দুর্দান্ত মুনাফার জেরে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলল মুকেশ আম্বানির সংস্থা। (ফাইল ছবি, সৌজন্য মিন্ট) (REUTERS)
3/6মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ২২.৫% নিট মুনাফা বৃদ্ধির রিপোর্ট করেছে রিলায়েন্স। (ফাইল ছবি, সৌজন্য মিন্ট) (REUTERS)
4/6২০২১-২২ অর্থবর্ষের শেষ তিন মাসে তেল, রিটেল, টেলিকম ইত্যাদি সব মিলিয়ে রিলায়েন্সের একত্রিত নিট মুনাফা ১৬,২০৩ কোটি টাকা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/6ব্রডব্যান্ড গ্রাহকের বৃদ্ধি, অনলাইন রিটেলে বৃদ্ধি এবং শক্তি ক্ষেত্রে নয়া বিনিয়োগের কারণে রিলায়েন্সের আয় বেড়েছে। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (REUTERS)
6/6FY22-এর চতুর্থ ত্রৈমাসিকে দেশের বৃহত্তম সংস্থার মোট আয় বছরে ২.৩২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (REUTERS)