রিলায়েন্স জিওর একাধিক প্ল্যানের দাম ইতিমধ্যেই হু হ... more
রিলায়েন্স জিওর একাধিক প্ল্যানের দাম ইতিমধ্যেই হু হু করে গিয়েছে বেড়ে। জিও ফোনের তিনটি প্ল্যানের দাম ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। ফলে প্রারম্ভিক যে সমস্ত প্ল্যান ছিল তার দাম ১৫৫ টাকা থেকে এখন বেড়ে গিয়ে ১৮৬ টাকা হয়েছে।
1/5লাফ দিয়ে বেড়ে যাচ্ছে বাজারদর। যেমন বাড়ছে আনাজপাতির দাম তেমনই হু হু করে বাড়ছে বিভিন্ন আনুসাঙ্গিক জিনিসের দাম। সেই সঙ্গে পকেটে ধাক্কা দিয়ে বাড়ছে প্রতি মাসে ফোনের রিচার্জের খরচ। রিলায়েন্স জিওর একাধিক প্ল্যানের দাম ইতিমধ্যেই হু হু করে গিয়েছে বেড়ে।ফাইল ছবি : টুইটার
2/5জিও ফোনের তিনটি প্ল্যানের দাম ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। ফলে প্রারম্ভিক যে সমস্ত প্ল্যান ছিল তার দাম ১৫৫ টাকা থেকে এখন বেড়ে গিয়ে ১৮৬ টাকা হয়েছে। আগে যে প্ল্যানগুলি ছিল ১৫৫ টাকা, ১৮৫ টাকা ও ৭৪৯ টাকা সেগুলির দামই হু হু করে বেড়ে গিয়েছে টাকার অঙ্কে। দেখে নেওয়া যাক কোন প্ল্যানের দাম কতটা বাড়ল? ছবি : মিন্ট
3/5জিওর ১৮৬ টাকার প্ল্যান-জিও ফোনের বেস প্ল্যান হল ১৮৬ টাকার প্ল্যান। এটিই আগে ছিল ১৫৫ টাকা মূল্যের। প্ল্যানটি ২৮ দিন কার্যকরি থাকবে। প্রতিদিন এটিতে মিলবে ১ জিবি ডেটা। প্ল্যানে থাকছে সমস্ত নেটওয়ার্কের মধ্যে আনলিমিটেড ভয়েস কলিং ও ১০০ টি সর্বোচ্চ এসএমএস পাঠানোর সুবিধা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/5জিওফোন ২২২ টাকার প্ল্যান- এই প্ল্যানও ২৮ দিনের জন্য কার্যকরি। প্রতিদিন পাবেন ২ জিবি ডেটা। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল হবে, প্রতিদিন সর্বোচ্চ ১০০ টি এসএমএস পাঠানো যাবে। (ছবিটি প্রতীকী)
5/5জিওফোন ৮৯৯ এর রিচার্জ প্ল্যান- এই প্ল্যান রিচার্জের ফলে মোট ২৪ জিবি ডেটা পেয়ে যাবেন। এর মেয়াদ ৩৩৬ দিন। প্রাথমিকভাবে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা প্যাকও পেয়ে যাবেন। প্রাথমিক ২৮ দিনে থাকছে বিনামূল্যের ভয়েস কলিং, ৫০ টি এসএমএসএর অফার। ২৮ দিন পর ফের প্ল্যান রিনিউ হবে।