রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, 'আমরা Jio-র 5G SA রোলআউটের জন্য Ericsson-এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। আমরা নিশ্চিত যে Jio-র 5G নেটওয়ার্ক ভারতের ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করবে এবং আমাদের দেশের 'ডিজিটাল ইন্ডিয়া'র ভাবনা অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে।'
1/5টেলিকম গিয়ার নির্মাতা এরিকসনের সঙ্গে চুক্তি করল রিলায়েন্স জিও। সোমবার দেশে 5G স্ট্যান্ডঅ্যালোন (SA) নেটওয়ার্ক স্থাপন সংক্রান্ত এই দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি ঘোষণা করে এরিকসন। ফাইল ছবি: জিও ও এরিকসন (Jio & Ericsson)
2/5দেশে সম্প্রতি নিলামে 5G স্পেকট্রাম বরাদ্দ হয়। পরবর্তী পর্যায়ে ভারতে 5G পরিষেবা চালু করা হয়েছে। ছবি: এএনআই (Jio & Ericsson)
3/5প্রেস বিজ্ঞপ্তি রিলিজ অনুযায়ী, দেশে রেডিয়ো অ্যাক্সেস নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে এই প্রথম অংশীদারিত্ব করছে Jio এবং এরিকসন। (ছবি সৌজন্যে রয়টার্স) (Jio & Ericsson)
4/5রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, 'আমরা Jio-র 5G SA রোলআউটের জন্য Ericsson-এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। আমরা নিশ্চিত যে Jio-র 5G নেটওয়ার্ক ভারতের ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করবে এবং আমাদের দেশের 'ডিজিটাল ইন্ডিয়া'র ভাবনা অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে।' ফাইল ছবি: টুইটার (Jio & Ericsson)
5/5এরিকসনের প্রেসিডেন্ট এবং সিইও Borje Ekholm বলেন, ভারত একটি বিশ্বমানের ডিজিটাল পরিকাঠামো তৈরি করছে। এটি সারা দেশে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং নয়া উদ্যোগ গড়ে তোলায় সাহায্য করবে। ফাইল ছবি: টুইটার (Jio & Ericsson)