আয় বৃদ্ধি পেলেও এই ত্রৈমাসিকে কমেছে মুনাফা। অতিরিক্ত সরবরাহ এবং তুলনামূলকভাবে দুর্বল আঞ্চলিক চাহিদার কারণে রাসায়নিক পণ্যে মুনাফা কিছুটা কম হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স।
1/5ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক রিপোর্ট প্রকাশ করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। শুক্রবার আর্থিক রিপোর্টে সংস্থা জানিয়েছে, উক্ত ত্রৈমাসিকে সংস্থার কনসোডেটেড রেভেনিউ দুর্দান্ত হারে বেড়েছে। তবে তা সত্ত্বেও এই কোয়ার্টারে প্রত্যাশার তুলনায় কম মুনাফা রিপোর্ট করেছে রিলায়েন্স গোষ্ঠী। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5আয় বৃদ্ধি পেলেও এই ত্রৈমাসিকে কমেছে মুনাফা। অতিরিক্ত সরবরাহ এবং তুলনামূলকভাবে দুর্বল আঞ্চলিক চাহিদার কারণে রাসায়নিক পণ্যে মুনাফা কিছুটা কম হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5রিপোর্ট অনুযায়ী, FY23 Q3 ত্রৈমাসিকে মোট আয় ১৫% বেড়ে ২.২০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে সেই আয়ের পরিমাণ ১.৯১ লক্ষ কোটি টাকা ছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/5এই ত্রৈমাসিকে ১৫,৭৯২ কোটি টাকা মোট মুনাফা করেছে রিলায়েন্স গোষ্ঠী। তবে এটি আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় প্রায় ১৪.৮% কম। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)
5/5গত বছর এই একই ডিসেম্বর ত্রৈমাসিকে মুনাফার অঙ্ক ছিল ১৮,৫৪৯ কোটি টাকা। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২,৪৪৩ টাকায় ক্লোজ হয়েছে। ছবি: গুগল ফাইন্যান্স (Reuters)