Hansika Motwani Wedding: যোধপুরের ৪৫০ বছর পুরোনো প্যালেসে বসবে হনসিকার রাজকীয় বিয়ের আসর। শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। কাকে বিয়ে করছেন এই দক্ষিণী সুন্দরী?
1/6কোই মিল গায়া ছবির টিনাকে মনে পড়ে? হৃতিকের সেই ছোট্ট বান্ধবী আজ রীতিমতো হটবেব। বলিউডের ছবিতে তাঁকে এখন দেখা না গেলেও দক্ষিণী ছবির পর্দা কাঁপাচ্ছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। আর খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6আগামী ডিসেম্বর মাসে যোধপুরে বসছে হনসিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। আপতত জোর কদমে চলছে প্রস্তুতি। বিয়ের খবরে শিলমোহর দেননি নায়িকা। তবে জানা যাচ্ছে, যোধপুরের ৪৫০ বছর পুরোনো মুন্ডোতা দুর্গে বিয়ের আসর বসবে হনসিকার। পাত্র কে?
3/6নিজের ব্যক্তিগত জীবনকে ‘ব্যক্তিগত’ রাখতেই ভালোবাসেন হনসিকা। তবে জানা যাচ্ছে, মুম্বইয়ের এক প্রতিষ্ঠিত শিল্পপতির গলায় মালা দেবেন নায়িকা। হনসিকার মিস্টার পারফেক্ট কে? সেই তথ্য এখনও ফাঁস হয়নি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6২০০৩ সালে টেলিভিশন ধারাবাহিক ‘সাকা লাকা বুম বুম’-এর মাধ্যমে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয়জগতে পা রেখেছিলেন হনসিকা। এরপর বহু হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। হৃতিক রোশনের ‘কোই মিল গ্যায়া’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
5/6হিন্দি, তামিল,তেলুগু,মালায়লাম ভাষার ছবিতে কাজ করেছেন হনসিকা। ‘আপকা সুরুর’ ছবিতে হিমেশের নায়িকা হিসাবে হনসিকাকে দেখে চমকে গিয়েছিল সকলে। পুরী জগন্নাথের তেলেগু ছবি ‘দেশামুদুরু’-তে নায়িকা হিসেবে দক্ষিণী ছবিতে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এখন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সাউথ ইন্ডাস্ট্রি।
6/6বছর জুড়ে বলিউডে বিয়ের হিড়িক। ২০২২-এর শুরুতেই মৌনি রায় আর সুরজ নাম্বিয়ারের চার হাত এক হয়। এরপর ফারহান আখতার-শিবানী দান্ডেকর, রণবীর কাপুর-আলিয়া ভাট, বিক্রান্ত মেসি-শীতল ঠাকুর, আলি ফজল-রিচা চড্ডা বিয়ের পর্ব সারেন। সাত পাক ঘুরেছেন দক্ষিণী সুন্দরী নয়নতারাও। এবার পালা হনসিকার।