প্রধানমন্ত্রী সাদা কুর্তা, কালো কোটের সঙ্গে পরেছিলেন নানা রঙে ঠাসা রাজস্থানী পাগড়ি। যে রঙগুলি দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে চিহ্নিত করে। সঙ্গে ছিল সাদা স্টোল। এদিকে. প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল মেমোরিয়াল থেকে এয়ারফোর্সের স্যালুট ছাড়াও কর্তব্য পথ ঘিরে নানান অনুষ্ঠান আজ নজর কাড়ে। তারই মাঝে প্রধানমন্ত্রী পাগড়ি আলাদা করে কেড়েছে নজর।
1/4২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে ২৬ জানুয়ারি পরম্পরা মেনে রাজকীয় সমারোহে উৎসব উদযাপন হয়। সেখানে সামরিক সজ্জা থেকে প্যারাড কেড়েছে নজর। তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক এই বছরও ছিল আলাদা করে আলোচনার কেন্দ্রে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেখানে ওড়িশার সম্বলপুরী শাড়ি বেছে নিয়েছিলেন এদিনের অনুষ্ঠানের জন্য, সেখানে প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায় রাজস্থানী পাগড়িতে।
2/4প্রধানমন্ত্রী সাদা কুর্তা, কালো কোটের সঙ্গে পরেছিলেন নানা রঙে ঠাসা রাজস্থানী পাগড়ি। যে রঙগুলি দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে চিহ্নিত করে। সঙ্গে ছিল সাদা স্টোল। এদিকে. প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল মেমোরিয়াল থেকে এয়ারফোর্সের স্যালুট ছাড়াও কর্তব্য পথ ঘিরে নানান অনুষ্ঠান আজ নজর কাড়ে। তারই মাঝে প্রধানমন্ত্রী পাগড়ি আলাদা করে কেড়েছে নজর। (PTI Photo)
3/4উল্লেখ্য, প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস কিম্বা স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর পোশাক আলাদা করে কেড়েছে নজর। ২০২১ সালে তিনি যে লাল বন্ধেজ পরেছিলেন, তা জামনগরের রাজ পরিবারের তরফে ছিল তাঁর প্রতি উপহার। ২০২০ সালে মোদী পরেছিলেন গেরুয়া বন্ধেজ। (PTI Photo)(PTI01_26_2023_000031A)
4/4উল্লেখ্য, ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল সিসি। তাঁকে স্বাগত জানানোর অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেখা যায় সম্বলপুরী শাড়িতে। প্রজাতন্ত্র দিবসের দিনও রাষ্ট্রপতি মুর্মুল পরনে ছিল সম্বলপুরী শাড়ি। T. Narayan/Bloomberg