‘দেশনায়ক’ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে রেড রোডে পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিন দর্শকশূন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বেশ কয়েকজন অতিথি।
1/8‘দেশনায়ক’ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে রেড রোডে পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ছবি সৌজন্য : ফেসবুক
2/8করোনা পরিস্থিতিতে এ বছর জাঁকজমক ছিল অনেকটাই কম। কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠান। সামাজিক দূরত্ব বিধি মেনে কুচকাওয়াজ করেন জওয়ানরা। সাধারণের প্রবেশও নিষেধ ছিল। ছবি সৌজন্য : রয়টার্স (REUTERS)
3/8পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিন দর্শকশূন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বেশ কয়েকজন অতিথি। ছবি সৌজন্য : এএনআই
4/8এবারও রেড রোডের কুচকাওয়াজে অংশ নিয়েছে কলকাতা পুলিশের বেশ কয়েকটি বিভাগ। ঘোড় সওয়ার পুলিশের কুচকাওয়াজ ছিল অন্যতম নজরকাড়া। ছবি সৌজন্য : পিটিআই (PTI)
5/8নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে সাজানো ট্যাবলো–সহ মোট ২১টি ট্যাবলো এদিন নামানো হয় রেড রোডে। তাতে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। ছবি সৌজন্য : ফেসবুক
6/8এমনকী সাম্প্রতিক রাজ্য সরকারের জনকল্যাণ মূলক উদ্যোগ ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’–এর ট্যাবলোও ছিল এদিন। ছবি সৌজন্য : ফেসবুক
7/8এদিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব’— সংবিধানে উল্লেখিত এই আদর্শকে রক্ষা করতে এবং এগিয়ে নিয়ে যেতে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। প্রজাতন্ত্র দিবসে সকল ভারতীয়কে অভিনন্দন জানাই। আজকের কলকাতার কুচকাওয়াজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছে।’ ছবি সৌজন্য : এএনআই
8/8উল্লেখ্য, দিল্লির রাজপথে এদিন শোভা পেয়েছে বাংলার ‘সবুজসাথী’ প্রকল্পের ট্যাবলো। বিশেষ করে মেয়েদের শিক্ষার প্রসারে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার ছবি ধরা পড়েছে দিল্লির প্যারেডে। ট্যাবলোর সঙ্গে বেজেছে রবীন্দ্রসঙ্গীত— ‘আমরা নূতন যৌবনেরই দূত।’ ছবি সৌজন্য : ফেসবুক
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.