Retail Inflation eased to 11-month low: ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) প্রত্যাশা। নভেম্বরেই ভারতে খুচরো মূল্যবৃদ্ধি ছয় শতাংশের নীচে নেমে গিয়েছে। তার জেরে কি এবার সুদের হার বৃদ্ধি সাময়িকভাবে বন্ধ করবে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক?
1/5১১ মাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল ভারতের খুচরো মূল্যবৃদ্ধি। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া সর্বোচ্চসীমার (ছয় শতাংশ) নীচে মূল্যবৃদ্ধি নেমে এসেছে। যা স্বস্তি দিয়েছে আমজনতাকে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে সুদের হার বাড়ানোর পথে হাঁটছিল, তা আপাতত বন্ধ করতে আরও কিছুটা সময় অপেক্ষা করবে বলে সংশ্লিষ্ট মহলের মত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5সোমবার জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) তরফে যে তথ্য় প্রকাশ করা হয়েছে, তাতে নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি নেমে গিয়েছে ৫.৮৮ শতাংশ। অক্টোবরেও কমেছিল খুচরো মূল্যবৃদ্ধি। তখন ছিল ৬.৮৮ শতাংশ। গত বছর নভেম্বর খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৪.৯১ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5চলতি বছর মে থেকে পাঁচ দফায় রেপো রেট ২.২৫ শতাংশ বাড়িয়েছে আরবিআই। গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছিল, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে (চলতি অর্থবর্ষের ত্রৈমাসিকে) খুচরো মূল্যবৃদ্ধি ছয় শতাংশের নীচে নেমে যাবে। অর্থাৎ আরবিআইয়ের বেঁধে দেওয়া সর্বোচ্চসীমার নীচে নেমে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5বিষয়টি নিয়ে আইসিআরএয়ের মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ার জানিয়েছেন, আনাজপাতি ও খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় একেবারে চমকে দিয়েই নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি ছয় শতাংশের নীচে নেমে এসেছে। তিনি বলেন, 'চলতি ডিসেম্বরে মূল্যবৃদ্ধি কতটা কমবে, তার উপর নির্ভর করবে যে আগামী বছর ফেব্রুয়ারিতে (আরবিআইয়ের) আর্থিক নীতি সংক্রান্ত কমিটি সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেবে। কারণ শিল্পোৎদানের সূচক কমে যাওয়ার বিষয়টি ক্ষণস্থায়ী বলে মনে করা যাচ্ছে। যা উৎসবের জন্য ছুটির পরে ঘুরে দাঁড়াবে বলে অনুমান।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে দেশে শিল্পোৎপাদন একধাক্কায় চার শতাংশ কমে গিয়েছে। মূলত উৎপাদন ক্ষেত্র, খনন ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ধাক্কার জেরে সেই পতন হয়েছে। যে মাসে দুর্গাপুজো, কালীপুজো (দীপাবলি), ছটপুজোর মতো উৎসব ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)