Retail inflation at record high- শহরাঞ্চলে খাদ্যের মূল্যবৃদ্ধির হার গ্রামের তুলনায় কম। শহরে ৮.০৯%-এর তুলনায় গ্রামাঞ্চলে খাদ্যের দাম ৮.৫০% বৃদ্ধি পেয়েছে।
1/5এপ্রিল ২০২২-এ ভারতের উপভোক্তা মূল্যস্ফীতি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5গত ৮ বছরে সর্বোচ্চ ৭.৭৯%-এ পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এই নিয়ে টানা ৪ মাস রিজার্ভ ব্যাঙ্কের ৬%-এর কাম্য উর্ধ্বসীমা লঙ্ঘন হয়েছে। ছবি : রয়টার্স (REUTERS)
3/5গ্রামীণ ভারতে সামগ্রিকভাবে খুচরো বাজারে ৮.৩৮% দাম বেড়েছে। অন্যদিকে শহরাঞ্চলে ৭.০৯% বেড়েছে। শহরাঞ্চলে খাদ্যের মূল্যবৃদ্ধির হারও গ্রামের তুলনায় কম। শহরে ৮.০৯%-এর তুলনায় গ্রামাঞ্চলে খাদ্যের দাম ৮.৫০% বৃদ্ধি পেয়েছে। ছবি : রয়টার্স (REUTERS)
4/5মার্চ মাসে খুচরা মূল্যস্ফীতি ৬.৯৫% বেড়েছে। তার আগে ফেব্রুয়ারিতে সেটি ৬.০৭% বেড়েছিল। ছবি : রয়টার্স (Reuters) (REUTERS)
5/5সরকারের বেছে নেওয়া, দেশের ১,১১৪ টি শহুরে বাজার এবং ১,১৮১ টি গ্রাম থেকে দরদামের তথ্য সংগ্রহ করে খুচরা মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয়। এই পরিসংখ্যান জনগণের আয় এবং অর্থনৈতিক বৃদ্ধির উপর সরাসরি প্রভাব ফেলে। ছবি : রয়টার্স (REUTERS)