খুচরো বাজারের মুদ্রাস্ফীতির বিষয়ে সরকারি তথ্য প্রকাশিত হয়েছে।
1/5অগস্ট মাসে ভারতের খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়েছে। এই নিয়ে পর পর দুই মাস ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্ধারিত লক্ষ্যসীমার মধ্যেই অবস্থান করছে মুদ্রাস্ফীতি। সোমবার এ বিষয়ে সরকারি তথ্য প্রকাশিত হয়। ছবি : রয়টার্স (Reuters) (Mint)
2/5গত অগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৩% । (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Mint)
3/5তার আগের মাস, অর্থাত্ গত জুলাইয়ে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৫৯% । (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Mint)
4/5ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (এনএসও) কর্তৃক প্রকাশিত ডেটা অনুযায়ী অগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ৩.১১% হয়েছে। জুলাই মাসে এটি ৪% ছিল। এর কারণ হল অগস্ট মাসে সবজির দাম ১১.৭% হ্রাস পেয়েছিল। জ্বালানির মুদ্রাস্ফীতি ১২.৯৫% -এ বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)
5/5রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রাস্ফীতির আদর্শ লক্ষ্য সীমা হল ৪%। এর ২% করে কম-বেশিকে সন্তোষজনক পরিস্থিতি ধরা হয়। ছবি: মিন্ট (Mint)