Retrograde Saturn 2022, Vakri Shani Effects: শনির বক্রদৃষ্টি থেকে বাঁচতে আজই করুন এই উপায়। কাটবে শনির দোষ, পাবেন শুভ পরিণাম।
1/13বক্রী শনি কিছু রাশির জন্য শুভ ফলদায়ক হলেও কিছু রাশিকে এই সময় প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তাই এই সময় বক্রী শনি গ্রহের প্রতিকার গ্রহ পীড়া থেকে কিছুটা মুক্তি দেবে। ৫ জুন থেকে শনিদেব ২৩ অক্টোবর ২০২২ পর্যন্ত থাকবেন বক্রী অবস্থায়। রাশি অনুযায়ী কিছু ছোট ছোট উপায় রয়েছে যার দ্বারা গ্রহ গোচরের দুষ্প্রভাব থেকে বাঁচা সম্ভব।
2/13বৃষ রাশি: যদি শনি কুন্ডলীতে ত্রিক ভাবে বসে না থাকে তাহলে শুধু মন্ত্র জপ করে বক্রী শনির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/13মেষ রাশি: এই সময় শনি মন্ত্র জপ এবং শনির জিনিস দান করে কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/13কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকটাই জাতক-জাতিকাদের প্রভাবিত করবে শনির এই বক্রী অবস্থা। তাই লাগাতার শনি মন্ত্র জপ করতে থাকবেন এবং প্রায় প্রত্যেক শনিবার প্রতিবাদ শনিবার শনি জনিত বস্তু দান দিতে থাকবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/13মিথুন রাশির জন্য শনি কারক গ্রহ। যদি শনি আপনার কুন্ডলীতে নীচ রাশিতে অবস্থান না করে থাকেন তাহলে কেবল শনি মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/13কন্যা রাশি: শনি যদি আপনার কুন্ডলীতে ত্রিকভাবে বসে না থাকে তাহলে কেবল শনি মন্ত্র জপ করে কন্যা রাশির জাতক-জাতিকারা শনি গ্রহের বক্রদৃষ্টি থেকে বাঁচতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/13সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই এই সময়ে পরামর্শ কোনও বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
8/13তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা শনিবার দিন সন্ধ্যেবেলায় তেলের প্রদীপ শনিদেব কে অর্পণ করে শনি মন্ত্র জপ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
9/13বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের যদি শনি কুন্ডলীতে নিচ রাশিতে বসে না থাকেন তাহলে এক মালা করে শনি মন্ত্র জপ করবেন এবং দান করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
10/13ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের শনির এই বক্রী অবস্থা প্রভাবিত করবে। শনি মন্ত্র জপ, শনি সম্পর্কিত বস্তু দান করতে থাকবেন প্রতি শনিবার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
11/13মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের শনির বক্রী অবস্থা প্রভাবিত করবে, যদি ঢাইয়া বা সাড়েসাতির দুষ্প্রভাব না থাকে তাহলে শুধু শনি মন্ত্র জপ ও শনি জনিত বস্তু দান গ্রহ কষ্ট থেকে মুক্তি দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
12/13মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের কুন্ডলীতে শনি নীচ রাশিতে বসে না থাকলে সে রকম কোনও দুষ্প্রভাব পড়বে না বক্রী শনির, কারণ এই রাশির স্বামী হলেন শনিদেব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
13/13কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের ১০৮ বার করে শনি মন্ত্র জপ গ্রহ পীড়া থেকে মুক্তি দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)