RG Kar 8th August Night Details: আরজি করের ৪ তলায় কারা ছিলেন সেই রাতে? এবার মুখ খুললেন চিকিৎসাধীন এক রোগীর ছেলে
Updated: 18 Sep 2024, 02:55 PM ISTচেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজিটি-দের জেরা করেছে সিবিআই। তবে জনসমক্ষে তাঁদের কোনও বক্তব্যই আসেনি। এই আবহে সেই রাতে কে কে চারতলায় ছিল, তা নিয়ে জল্পনা বজায় রয়েছে। এরই মাঝে এবার একটি সংবাদ চ্যানেলের সামনে মুখ খুললেন সেই রাতে সেই তলায় চিকিৎসাধীন এক রোগীর পরিবার।
পরবর্তী ফটো গ্যালারি