Sanjoy Roy's answers in Polygraph test: পলিগ্রাফ টেস্টে একের পর এক অবাক করা জবাব সঞ্জয়ের, বিভ্রান্তি বাড়ছে আরজি কর কেসে
Updated: 05 Sep 2024, 12:22 PM ISTআরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। প্রাথমিক ভাবে নাকি সঞ্জয় জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। তবে এখন সে দাবি করছে, সে ধর্ষণ বা খুন কোনওটাই করেনি। এই পরিস্থিতিতে পলিগ্রাফ টেস্টেও সে এমন সব দাবি করেছে, যাতে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছেন তদন্তকারীরা।
পরবর্তী ফটো গ্যালারি