RG Kar ex Principal Sandip Ghosh: পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', এবার সামনে আরও বিস্ফোরক অভিযোগ
Updated: 18 Sep 2024, 04:46 PM ISTযে সব পড়ুয়ারা সন্দীপ ঘোষের বিরোধী ছিলেন, তাঁদেরকে শায়েস্তা করতে নাকি তাঁর হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা'। এমনই দাবি করা হল রিপোর্টে। বিরোধী পড়ুয়া, ইন্টার্ন বা পিজিটি-কে শায়েস্তা করতে নাকি তাঁদের যৌন হেনস্থার ফাঁদে ফাঁসানো হত। অর্থাৎ, সেই সব পড়ুয়াদের নামে ভুয়ো যৌন হেনস্থার অভিযোগ দেওয়া হত।
পরবর্তী ফটো গ্যালারি