RG Kar Night Party: চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI
Updated: 08 Sep 2024, 03:44 PM ISTচিকিৎসক খুনের রাতে কি পার্টি হচ্ছিল আরজি কর হাসপাতালে? তদন্তে নেমে এমনই অনুমান করছে সিবিআই। আর এই আবহে তারা আরজি করের ডিউটি রস্টার চেয়ে পাঠিয়েছে। সেই রাতে কারা কারা হাসপাতালে ছিলেন, তা নিয়ে জানতে চাওয়া হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি