RG Kar Probe Latest Update: 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি
Updated: 20 Sep 2024, 10:05 AM ISTআরজি কর কাণ্ডে সিবিআই-কে চিঠি লিখেছেন চিকিৎসকের বাবা। সুপ্রিম কোর্টের শুনানিতেও সেই চিঠির কথা উল্লেখ করা হয়েছিল। এই আবহে সংবদসংস্থা পিটিআই-এর রিপোর্টে দাবি করা হল, সিবিআই-কে চিঠি লিখে মেয়ের সব ফোন রেকর্ড এবং আরজি করে সেমিনার রুমের আশেপাশের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের আবেদন জানালেন।
পরবর্তী ফটো গ্যালারি