RG Kar Probe Latest Update: রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' পাঁচ তলায় দেখেছিলেন এক নার্স: রিপোর্ট
Updated: 17 Sep 2024, 11:19 AM ISTআরজি কর কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর সব তথ্য জানতে পারছে সিবিআই। এমনই দাবি করা হয়েছে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে। আজ এই সংক্রান্ত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৯ অগস্টের ভোররাত সাড়ে ৩টে নাগাদ নাকি ইমারজেন্সি ভবনের পাঁচতলায় নির্যাতিতাকে দেখেছিলেন এক নার্স।
পরবর্তী ফটো গ্যালারি