RG Kar Protest against CJI: আরজি কর প্রতিবাদের মাঝে CJI চন্দ্রচূড়ের বিরুদ্ধে দেওয়াল লিখন স্বাস্থ্য ভবনের কাছে!
Updated: 12 Sep 2024, 11:54 AM ISTগত দু'দিনেরও বেশি সম ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মাঝে এবার অভিযোগ উঠল, প্রতিবাদীরা স্বাস্থ্য ভবনের আশেপাশের জায়গায় দেওয়ালে বিভিন্ন সোগান লিখেছেন। সেখানে বিচারপতি চন্দ্রচূড়কে নিয়েও লেখা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি