RG Kar Protest Attacked Update: 'ওরাই মেরেছে', আরজি কর প্রতিবাদে হামলার অভিযোগ নিয়ে পালটা দাবি TMC কাউন্সিলরের
Updated: 02 Oct 2024, 11:52 AM ISTআরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল শহর জুড়ে নানান কর্মসূচি হয়। সখানে অংশ নেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক। এমনই একটি কর্মসূচি হয়েছিল টালিগঞ্জ এলাকার করুণাময়ীতে। নাগরিক সমাজের সেই মিছিলেই নাকি হামলা চালানো হয়। আর সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কাউন্সিলর রত্না শূরের দিকে।
পরবর্তী ফটো গ্যালারি