RG Kar Protest in Mathabhanga: কোচবিহারে প্রতিবাদীদের ওপরে হামলার নিন্দায় কুণাল ঘোষ, 'সাবধান' করলেন দেবাংশু
Updated: 05 Sep 2024, 07:54 AM ISTগতরাতে গোটা রাজ্যের মতোই প্রতিবাদে মুখর হয়েছিল কোচবিহারের মাথাভাঙাও। তবে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় স্লোগান লেখায় মারধর করা হয় প্রতিবাদীদের। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। মুখ খুলেছেন দেবাংশুও।
পরবর্তী ফটো গ্যালারি