বাংলা নিউজ >
ছবিঘর > ৫০ হাজারি হলুদ লেহেঙ্গায় ঝলমল করছেন রিয়া, নায়িকার এথনিক লুক চর্চায়
৫০ হাজারি হলুদ লেহেঙ্গায় ঝলমল করছেন রিয়া, নায়িকার এথনিক লুক চর্চায়
Updated: 23 Feb 2022, 01:32 PM IST
Priyanka Bose
বান্ধবীর বিয়েতে হলুদ লেহেঙ্গা পরে দ্যুতি ছড়াচ্ছেন রিয়া চক্রবর্তী। রইল ছবি-
1/7শিবানী দান্ডেকরের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী। অন্যান্য় ঘনিষ্ঠ বন্ধুদের মতো শিবানী-ফারহানের বিয়েতে হাজির ছিলেন রিয়া চক্রবর্তীও। কনেপক্ষের তরফে হাজির হয়েছিলেন নায়িকা। বান্ধবীর বিয়েতে হলুদ লেহেঙ্গায় ঝলমল করছিলেন রিয়া। (ছবি ইনস্টাগ্রাম)2/7ইনস্টাগ্রামে হলুদ লেহেঙ্গা পর একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কানে কুন্দনের দুল এবং হাতে কুন্দনের চুরি পরেছিলেন। 3/7এ দিন ন্যুড মেক আপ করে দেখা যায় রিয়াকে। খোলা চুলে লাস্যময়ী লুকে ধরা দিয়েছিলেন তিনি।4/7বছর ২৯-এর অভিনেত্রী ভারতীয় লাক্সারি কনটেম্পরারি ডিজাইনার হাউস L'effet, ডিজাইনার সঞ্জীব মারওয়ার কালেকশন থেকে এই পোশাকটি বেছে নিয়েছেন।5/7রিয়ার লেহেঙ্গায় ছোট হাতাওয়ালা ফিনফিনে জ্য়াকেট ওড়না রয়েছে।6/7অভিনেত্রীর পরনে এই পোশাক কালেকশন 'leffet.in' ওয়েবসাইটে অনায়াসেই মিলবে। পোশাকের নাম ‘The Organza Jacket Lehenga Set’। মূল্য ৪৯ হাজার ৫০০ টাকা। 7/7রিয়ার পরনে এই এথনিক পোশাক সম্পর্কে আপনাদের কী মতামত? অন্য গ্যালারিগুলি