বাংলা নিউজ >
ছবিঘর > সোনম থেকে জাহ্নবী, অনিল কন্যা রিয়ার বিয়েতে কেমন সাজল কাপুর সিস্টার্সরা?
সোনম থেকে জাহ্নবী, অনিল কন্যা রিয়ার বিয়েতে কেমন সাজল কাপুর সিস্টার্সরা?
Updated: 15 Aug 2021, 01:36 PM IST
Priyanka Bose
শনিবার সাত পাকে বাঁধা পড়ছেন অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর।
1/8শনিবার অনিল কাপুর ও সুনীতা কাপুরের কন্যা, সোনম কাপুরের ছোট বোন, হর্ষবর্ধন কাপুরের দিদি রিয়া কাপুর (Rhea Kapoor)। এদিন দীর্ঘ ১৩ বছরের প্রেমিক করণ বুলানির (Karan Boolani)-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)2/8শনিবার অনিল কাপুরের জুহুর বাড়িতে চাঁদের হাট। বোন রিয়ার বিয়েতে আকাশি রঙা আনারকলি স্যুটে সেজেছিলেন ফ্যাশনিস্তা সোনম। ধূসর কোটের সঙ্গে সাদা পাজামাতে ধরা দিয়েছেন আনন্দ আহুজা।3/8তুতো দিদির বিয়েতে জাহ্নবী ধরা দেন ট্রাডিশনাল লুকে। সোনালী লেহেঙ্গায় দেখা যায় তাঁকে।4/8অনিল কাপুর ধরা দেন গাঢ় নীল পাঞ্জাবি-সাদা ধুতিতে।5/8সানায়া কাপুর ও খুশি কাপুরের এদিন দেখা মিলল হলুদ-সোনালি লেহেঙ্গায়।6/8সাদা পাঞ্জাবি-পাজামাতে বনি কাপুর এবং নীল পাঞ্জাবি-সাদা পাজামাতে অর্জুন কাপুর বিয়ের অনুষ্ঠানে।7/8বিয়ের অনুষ্ঠানে সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুর।8/8টকটকে লাল শাড়িতে ধরা দেন অংশুলা কাপুর। অন্য গ্যালারিগুলি