6/8করোনা আবহে গত বছর জুন মাসে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সৈরিতি। (ছবি-ইনস্টাগ্রাম)
7/8নাগলীলা, বাক্সবদল, ঠিক যেন লাভ স্টোরি-র মত সুপার হিট মেগা সিরিয়ালের লিড চরিত্রে অভিনয় করেছেন সৈরিতি। মূলত বিজ্ঞাপন থেকেই কেরিয়ার শুরু করে তারপর অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী । তাঁর অভিনীত ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8'নিশির ডাক' ধারাবাহিকে শেষ দেখা মিলেছে সৈরিতির। গর্ভবতী হওয়ার কারণেই মাঝপথে এই সিরিয়াল ছেডে দেন নায়িকা। তবে কাউকে সে কথা টের পেতে দেননি। আপতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে মায়ের ভূমিকা পালনে ব্যস্ত সৈরিতি, কিন্তু শীঘ্রই কামব্যাক করবেন ছোটপর্দায়। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.