Rice & Sugar Smuggling to Bangladesh: নিষিদ্ধ চাল ও চিনি রফতানি, তবে বাংলাদেশে চলছে দেদার পাচার, দাম বাড়বে এপারে?
Updated: 31 Jul 2023, 06:54 AM ISTগতবছরই নিষিদ্ধ হয়েছিল ভাঙা চালের রফতানি। সম্প্রতি আবার অ-বাসমতি চালের রফতানিও নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। তবে এরই মাঝে চোরা পথে বাংলাদেশে ঠিকউ পৌঁছে যাচ্ছে ভারতে উৎপাদিত চাল। এদিকে চিনিও চোরা পথে সীমান্ত পার করে ওপার বাংলায় পৌঁছচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।
পরবর্তী ফটো গ্যালারি