মুকেশ আম্বানি বলেন, 'পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত... more
মুকেশ আম্বানি বলেন, 'পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর বিরাট পদক্ষেপগুলি থেকে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি। তাঁর এই সিদ্ধান্তগুলির থেকেই সবুজ শক্তি ও প্রযুক্তির মাধ্যমে এক সুন্দর ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টাটি বোঝা যায়।'
1/5টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন এন চন্দ্রশেখরনের প্রশংসা করলেন রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানি। মঙ্গলবার তিনি বলেন, 'ব্যবসা ক্ষেত্র এবং যুবসমাজের কাছে এন চন্দ্রশেখরন একজন অনুপ্রেরণাস্বরূপ।' ফাইল ছবি: রিলায়েন্স, টাটা (Reliance, Tata)
2/5গান্ধীনগরের পন্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির (PDEU) দশম সমাবর্তনে ভার্চুয়ালি যোগ দেন মুকেশ আম্বানি। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ চন্দ্রশেখরন। ভিডিয়ো কনফারেন্সে তিনি বলেন, দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে টাটা গোষ্ঠীর দুর্দান্ত বৃদ্ধি ঘটিয়েছেন এন চন্দ্রশেখরন। তাঁর এই দৃষ্টিভঙ্গি সত্যিই শিক্ষণীয়। ছবি: পিটিআই (Reliance, Tata)
3/5তিনি বলেন, 'পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর বিরাট পদক্ষেপগুলি থেকে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি। তাঁর এই সিদ্ধান্তগুলির থেকেই সবুজ শক্তি ও প্রযুক্তির মাধ্যমে এক সুন্দর ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টাটি বোঝা যায়।' ফাইল ছবি: রয়টার্স (Reliance, Tata)
4/5পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবসাই এখন পাখির চোখ করেছে টাটা পাওয়ার। এই পদ্ধতিতে উত্পাদন ক্ষমতা বাড়ানোর জন্য আগামী পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Reliance, Tata)
5/5অন্যদিকে বর্তমানে দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতাও তারা। টাটা মোটর্স সম্প্রতি পুনের ফ্যাক্টরিতে তাদের ৫০ হাজার তম ইলেকট্রিক গাড়ি রোলআউট করেছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (Reliance, Tata)