BGTতে ব্যর্থ হয়ে একযোগে রঞ্জিতে নামছেন পন্ত-গিলরা! যশস্বী খেলবে, বিরাট কি নামবেন?
Updated: 15 Jan 2025, 11:00 AM ISTবহুবছর ফের রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্তকে। এই তারকা ব্যাটার ২০১৭ সালে শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। দীর্ঘদিন পর আবারও ঘরোয়া ক্রিকেটে সাদা জার্সিতে দেখা যাবে তাঁকে। জাতীয় দলের হয়ে টানা খেলার সুবাদে তিনি সেভাবে ঘরোয়া ক্রিকেট খেলেননা। শুধু পন্তই নয়, রঞ্জিতে দেখা যেতে পারে গিল,জসওয়ালকেও
পরবর্তী ফটো গ্যালারি