Rishi Sunak pet news: আইন না মানার দায়ে ফ্যাসাদে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। পোষ্যকে নিয়ে পুলিশের সঙ্গে গোলও বাঁধল তার। ঠিক কী হয়েছিল এই দিন?
1/6নিয়ম ভাঙার দায়ে আবার ফ্যাসাদে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। পোষ্যকে নিয়েই এবার সমস্যায় পড়তে হল তাঁকে। পুলিশের সঙ্গে এই নিয়ে কথাও বলতে হল তাঁকে।
2/6এমনিতে পোষ্য বেশ প্রিয় তাঁর। অনেক ছবিতেই পোষ্যের সঙ্গে তাঁকে দেখা যায়। কাজের ফাঁকে ফাঁকে পোষ্যকে সঙ্গ দিতে ভোলেন না সুনক। তবে সেই পোষ্যই এবার বিপদে ফেলল।
3/6ব্রিটেনে ১৯৮১ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী পোষ্যকে খোলা জায়গায় এভাবে একা ছাড়া যায় না। সবসময় মনিবের সঙ্গে সঙ্গে থাকাই নিয়ম। আইন ভাঙলে শাস্তি দেওয়া হয় অমান্যকারীকে।
4/6এই দিন হাইড পার্কেও একই ঘটনা ঘটে। দেখা যায়, ঋষি সুনকের প্রিয় পোষ্য রেড ফক্স ল্যাবরেডর খোলা অবস্থায় এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে। সেই দেখাদেখি তার পিছনে দৌড়ান তার দুই মনিব।
5/6ঋষি সুনক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি কুকুরটিকে ধরে ফেলার পর গলায় কলার পরিয়ে দেন। একটি দড়ির সাহায্যে নিয়ন্ত্রণে আনেন প্রিয় পোষ্যকে। তবে এরপরেই পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় দুই দম্পতিকে।
6/6পুলিশ প্রথম থেকেই পুরো ঘটনাটি লক্ষ করছিল। পুলিশের তরফ থেকে এরপর আইনের কথা মনে করিয়ে দেওয়া হয়। এর আগেও একবার ফাইন করা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়া ভিডিয়ো শ্যুট করার সময় সিট বেট ছাড়া বসেছিলেন বলেই ফাইন করা হয় তাঁকে।