ঋতাভরী আর তথাগতর আদুরে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দিদি চিত্রাঙ্গদার বিয়েতে তোলা হয়েছে ছবিটি।
1/5ঋতাভরী চক্রবর্তীর এই হাসিতে কত ছেলের মনে মন যে ভোলে, তার হিসেব মনে হয় অভিনেত্রীর নিজের কাছেই নেই। দিনকয়েক আগেই ছিল তাঁর দিদি চিত্রাঙ্গদার বিয়ে। এদিন সাদা-মেরুন রঙের কম্বিনেশনে এথনিক গাউন পরেছিলেন ঋতাভরী। সঙ্গের ওড়নাতেও ভারি কাজ। লেহেঙ্গা আর ওড়নাতে সিলভার জড়ির কাজ।
2/5প্রেমিক তথাগতর সাথে এদিন একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। যেখানে তথাগতকে দেখা গেল বেশ জমিয়ে প্রেমিকার গালে চুমু বসাতে। আর এই ছবির ক্যাপশনে ঋতাভরী লিখলেন, ‘আমি কি কিছু পোস্ট করতে ভুলে যাচ্ছি? ও হ্যাঁ, আমার ঝলমল করার কারণ’।
3/5রবিবার রাতে ছিল ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদার বিয়ে। খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুবান্ধবকে নিয়ে আইনি মতে বিয়ে করেন তিনি। আর দিদির বিয়েতেই জমিয়ে সাজুগুজু করেছিলেন ঋতাভরী। দিদির সাথে একাধিক ছবিও দেন সোশ্যাল মিডিয়ায়।